Sunday, January 23, 2022

চাকুরী জীবনের প্রথমে করা ভুলগুলো

 


প্রায় প্রত্যেকটা ছেলে বা মেয়ে চাকুরী জীবনের শুরুতে কিছু না কিছু ভুল করে এবং চাকুরী জীবনে তা খুব মারাত্মক প্রভাব ফেলে।


১। কাজ না শেখার প্রবনতাঃ আপনি অনেক ছেলে বা মেয়েকে পাবেন আপনার অফিসে,যাদেরকে কাজ দিলেই তার মাঝে এক প্রকার অনিহা দেখবেন কাজ না করার। একটা কথা মনে রাখা জরুরী কাজ যত ছোটই হোক না কেন, তা থেকে কিছু না কিছু শেখার আছে।

ক. ফাইল গুছিয়ে রাখা।
খ. ফাইল নাম্বার দিয়ে সাজিয়ে রাখা।
গ. ফটোকপি করা।
ঘ. নোট নেয়া বা ছোট ছোট চিঠি লেখা ইত্যাদি।

সব ধরনের কাজ শেখা, আপনি ছোট কাজ না জানলে বড় কাজ সঠিকভাবে করতে পারবেন না বা অন্যদের ফাঁকিবাজি আপনার চোখে কম পরবে।

২। দ্রুত পদন্নোতি পাওয়ার চেষ্টাঃ পদন্নোতি পেতে সবাই ভালবাসে আর সেটা যদি হয় খুব দ্রুত মন্দ না। কেউ কেউ চাকুরীতে যোগদানের পর থেকে পদন্নোতি পাওয়ার নানাভাবে বড় কর্তাদের খুশি করতে চেষ্টা করেন। একটা কথা মনে রাখা ভাল আপনি সারাজীবন একটি প্রতিষ্ঠানে কাজ করবেন না, তাই কম যোগ্যতা নিয়ে বড় কর্তাকে খুশি করে দুই বা একবার পদন্নোতি পতে পারেন কিন্তু আপনার যোগ্যতা থাকার পরও যদি আপনি পদন্নোতি না পান, তবে হতাশ হবেন না কারন আপনার কাজের মূল্যায়ন আপনি ১০০% পাবে। শুধু মনে রাখুন আপনার ঘাম এবং পরিশ্রম আপনার সাথে বেইমানী করবে না।

৩। অতিরিক্ত কাজ না করার চেষ্টাঃ সফল মানুষগুলো অন্য যেকোন মানুষের চেয়ে দ্বিগুণ পরিশ্রমী। দেখবেন সবার শেষে আপনার বিভাগের প্রধান বাসায় যায় কারণ কি? এটাই মনে রাখেন, তার কাজের জন্যই সে আজকে বিভাগের প্রধান। চাকুরী জীবনের প্রথমে ৯-৫ টা অফিসের চিন্তা করলে মোটামুটি মধ্যম মানের কর্মীদের তালিকায়ই থেকে যাবেন।

৪। অফিসের রাজনীতিতে নাম লেখানঃ সরকারী বা বেসরকারী সব ধরনের অফিসেই অফিস রাজনীতি থাকে এখানে নানান বিভাগে নানা পীর সাহেবরা থাকে।এই রাজনৈতিক দলগুলো নানান ভাবে গড়ে ওঠে যেমনঃ

ক। "Smokers are always good friends" বিড়ি বাহিনী।
খ। বিভাগের প্রধানের বাহিনী।
গ। বিশ্ববিদ্যালয় বাহিনী।
ঘ। অঞ্চল ভিত্তিক বাহিনী বা মালিকের বাহিনী ইত্যাদি।

এই ধরনের বাহিনীতে যোগ দেয়া থেকে বিরত থাকুন কারন এরা গুজব ছড়ান প্রজাতির লোক। কাজ করার চেয়ে অকাজ বেশি করে বেড়ায় এরা।

৫। কেউকে অনুসরণ না করাঃ অফিসে একজন পীর বানাবেন যার সব কাজগুলো অনুসরণ করবেন। সুযোগ হলে তার জীবনের সফলতার গল্প শুনবে এবং অফিসের ফাকে তার সাথে সময় কাটাবেন। তার গল্পটার মধ্যে অনেক গুরুত্বপূর্ন বিষয় পাবেন যা খুব কাজে দিবে। যাকে অনুসরণ করবেন সে প্রায়ই আপনাকে এড়িয়ে যেতে চাইবে কিন্তু লেগে থাকতে হবে। হাল ছাড়া যাবে না, তাকে চোখে চোখে রাখবেন সে কি করে, কিভাবে করে ইত্যাদি।

No comments:

Post a Comment

ইন্টারভিউ দেওয়ার পরে করণীয়

১। ইন্টারভিউ যখন শেষ, তখন আপনাকে প্রশ্ন করা হয়, আপনার কি আমাদের কাছে কিছু জানার আছে? অধিকাংশ ক্ষেত্রেই আমরা উত্তর দেই, না। এটা আমাদের একটা ...