Friday, March 31, 2017

আবেগ ও জীবন



মানুষ আবেগী, যার আবেগ নেই সে মানুষ না, এই আবেগ মানুষকে সাহস যোগায়, শক্তি যোগায়, প্রেরণা যোগায়। অনেক সময় আমরা অপরের কথায় কষ্ট পাই। অনেক পদক্ষেপ নিতেই পারি না এই মায়ার জালে আটকে গিয়ে। কিন্তু আবেগ অনেক সময় আপনাকে পরাক্রম শালী করে তোলে, আবেগ আপনাকে দুর্দান্ত,দুর্বিনীত, দুর্বার করে তোলে। প্রিয় বন্ধুটির বাজে আচরন, কাছের মানুষের ধাক্কা দিয়ে ফেলে চলে যাওয়া, কারো আপনাকে ইউজ করে বিজনেস করা, কারো অসত আচরন, কারো ছেড়ে চলে যাওয়া, ইভেন কারো আপনার মৃত্যু কামনা করা, সব কিছু মনে দাগ কেটে যায়। এগুলো মানুষকে পুনরুজ্জীবিত করে। মানুষ দুই ভাবে শিখে, এক, মাথা খুলে গেলে আর দুই, মন ভেঙে গেলে। আবেগকে প্রশ্রয় দিন, যত্ন নিন। আবেগ গুলোই হয়তো আপনাকে জাগিয়ে রাখবে, বাচিয়ে রাখবে।

No comments:

Post a Comment

৭টি টিপস মেনে চলুন ২০২৫ সালকে সাফল্যময় করতে

আমি ৭টি সহজ এবং কার্যকর পদক্ষেপ উল্লেখ করছি, যা আপনি ২০২৫ সালের প্রথম তিন মাসে বাস্তবায়ন করতে পারেন: ১। পরিষ্কার লক্ষ্য নির্ধারন করুন (প্রথ...