Saturday, August 31, 2013

বাস্তব জীবন

মানুষের জীবন নিয়মমাফিক বর্ধনশীল। আর এই বর্ধনশীলতার মঝেই হঠাৎ মানুষ তার জীবনের প্রকৃত স্বাদ বুঝতে পারে। আপনি যতই স্বয়ংসম্পূর্ন হোননা কেনো আপনাকে বাস্তব জীবনের পরীক্ষা দিতেই হবে। উত্থান-পতন একটা স্বাভাবিক প্রক্রিয়া হলেও অনেক ঘটনা  অস্বাভাবিক হয়ে থাকে। মিথ্যা প্রতিশ্রুতির বেড়াজালে প্রত্যেকটা মানুষ আটকে যায়। যেমনটি আমার ক্ষেত্রেও। 

বর্তমানে সবাই সবার চিন্তাধারা নিয়ে বাস্ত। এখানে কারো প্রতিশ্রুতি রক্ষা করা নিয়ে কারো কোন দায়বদ্ধতা নেই। যতই সামনে যাই কঠিন পরীক্ষার মুখোমুখি হই। এখানে চরম ন্যায়পরায়ণ হওয়া অন্যায়, এখানে চরম সত্যবাদী হওয়া অন্যায়। 

No comments:

Post a Comment

ইন্টারভিউ দেওয়ার পরে করণীয়

১। ইন্টারভিউ যখন শেষ, তখন আপনাকে প্রশ্ন করা হয়, আপনার কি আমাদের কাছে কিছু জানার আছে? অধিকাংশ ক্ষেত্রেই আমরা উত্তর দেই, না। এটা আমাদের একটা ...