Wednesday, May 22, 2019

সফলতার ৫টি সূত্র


৫ টা জিনিস মাথায় সেট করে রাখোঃ
১) স্ট্রং পারসোনালিটি এবং মেন্টালিটি তুমি যদি শক্ত মানসিকতার হয়ে থাকো তোমাকে কোন খারাপ সিচুয়েশন ই বিচলিত করতে পারবেনা! তুমি যে কোন খারাপ সিচুয়েশন হ্যান্ডেল করে সামনের পথ গুলি পারি দিতে পারবে! ২) সেল্ফ কন্ট্রোল মানুষের মধ্যে ১% নেগেটিভ চিন্তা নাই এমন মানুষ নাই। নেগেটিভ চিন্তা গুলি সেল্ফ কন্ট্রোল করতে হবে! নেগেটিভ চিন্তা গুলি কে পজিটিভ ওয়েতে নিতে হবে ভাবতে হবে! ৩) টার্গেট তোমার যা হোক তোমার লাইফের ড্রিম আর টার্গেট সত্যি না হওয়া অবধি তোমাকে লড়ে যেতে হবে পেছনে ফিরে দেখার নূন্যতম সেকেন্ড সময় নাই। ৪) কনফিডেন্স তোমার লাইফে কি হলো না হলো তা নিয়ে বসে থাকার সময় নাই! লাইফের ড্রিম, টার্গেট সত্যি করতে পরিশ্রম করা বার বার চেষ্টা করাই কনফিডেন্স বারাবে! জিদ টাই তোমার কনফিডেন্স! ৫) ওভার কনফিডেন্স যে কোন বিষয়ে ধরনা থাকা ভাল তবে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ধারনা আছে বলে মনে করে ওভার কনফিডেন্স দেখালে সোজা জিনিসও অনেক সময় ভুল হয়!

No comments:

Post a Comment

ইন্টারভিউ দেওয়ার পরে করণীয়

১। ইন্টারভিউ যখন শেষ, তখন আপনাকে প্রশ্ন করা হয়, আপনার কি আমাদের কাছে কিছু জানার আছে? অধিকাংশ ক্ষেত্রেই আমরা উত্তর দেই, না। এটা আমাদের একটা ...